Site icon Jamuna Television

কাতারে ব্রাজিলের হেক্সা অভিযান শুরু হচ্ছে রাতে

মধুর এক যন্ত্রনায় ব্রাজিল কোচ তিতে। বিশ্বকাপ দলে যে ৯ জন তারকা ফরোয়ার্ড। নেইমারের সঙ্গে পেদ্রো, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র; যারা কিনা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের জ্বলজ্বলে নাম। চলতি ফুটবল মৌসুমে বিশ্বকাপের আগে ব্রাজিলের ৫ ফরোয়ার্ড মিলে করেছেন সর্বোচ্চ ৫৮ গোল। ২১ গোল নিয়ে যে তালিকায় শীর্ষে পেদ্রো। ১৫ গোল করেছেন নেইমার।

হেক্সা মিশনে শক্তিশালী এই আক্রমণভাগের দিকে তাকিয়ে তিতে। যে অভিযান শুরু হতে যাচ্ছে আজ রাতে। কাতার বিশ্বকাপে গ্রুপ জি-তে শুরুতেই তাদের প্রতিপক্ষ ইউরোপের দল সার্বিয়া। কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় ম্যাচটি শুরু হবে।

বাছাইপর্বে অপরাজিত থেকে বিশ্বকাপ নিশ্চিত করা সেলেসাওদের মূল ভরসা নিঃসন্দেহে নেইমার। তাকে ঘিরেই রচিত হবে সার্বিয়া বধের রণকৌশল। এ নিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। রাশিয়া আসরে দলটির বিপক্ষে আছে ২-০ গোলের জয়ের স্মৃতি। আর ব্রাজিল কোচ তিতে জানিয়ে দিলেন, কম শক্তিশালী দলের কাছে আর্জেন্টিনা-জার্মানির পরাজয়ে শঙ্কিত নন তিনি।

বাছাইপর্বে অপরাজিত থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে সার্বিয়াও। সবশেষ পাঁচ ম্যাচে এক ড্রয়ের বিপরীতে চার জয়। ২০০৬ থেকে প্রতিটি আসরের দ্বিতীয় রাউন্ডে খেলেছে দলটি। এবারের আসরে আর্জেন্টিনা ও জার্মানির হার বাড়তি অনুপ্রেরণা যোগাবে সার্বিয়াকে। তবে বাছাইপর্বে ৮ গোল করা দলটির তারকা ফরোয়ার্ড আলেকজান্ডার দিমিত্রোভের খেলা নিয়ে আছে শঙ্কা।

তিতে যাই বলেন না কেন, টানা দুই দিন বড় দুই দলের পরাজয়ে কিছুটা হলেও ব্রাজিলের ওপর মনস্তাত্ত্বিক প্রভাব পড়ার শঙ্কা উড়িয়ে দেয়া যায় না।

/এমএন

Exit mobile version