Site icon Jamuna Television

যশোরে আ. লীগের জনসভায় বিপুল জনসমাগম

যশোরে আওয়ামী লীগের জনসভায় নেতাকর্মীদের ঢল নেমেছে। বিভিন্ন স্থান থেকে তারা জড়ো হচ্ছেন জনসভাস্থল শামস উল হুদা স্টেডিয়ামে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় যোগ দেবেন। কর্মসূচি সফল করতে গতরাত থেকেই যশোরে আসতে শুরু করেন খুলনা বিভাগের ১০ জেলার নেতাকর্মীরা। ভোরের আলো ফোঁটার সাথে সাথে যশোর শহরে মানুষের নামে ঢল। নেতাকর্মীদের সরব উপস্থিতিতে সরগরম যশোর জেলা স্টেডিয়াম।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা জানান, বর্তমান সরকারের আমলে যশোরসহ দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোতে নেয়া বিভিন্ন উয়ন্ননমূলক কাজের বিস্তারিত তুলে ধরবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আরও উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেবেন বলেও আশা করছেন তারা। এছাড়া আগামী জাতীয় নির্বাচন ঘিরে দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

এই সফরের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হচ্ছে আওয়ামী লীগ সভানেত্রীর জেলা সফর।

/এমএন

Exit mobile version