Site icon Jamuna Television

মহামারি শুরুর পর সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্ত চীনে

ছবি: সংগৃহীত।

কঠোর বিধি-নিষেধের বেড়াজাল এড়িয়ে ধীরে ধীরে চীনে করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সর্বকালের সবচেয়ে বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে চীনে। খবর বিবিসির।

বুধবার (২২ নভেম্বর) নমুনা পরীক্ষায় পজেটিভ চিহ্নিত হয় ৩১ হাজার ৫০০ এর বেশি। এর আগে দেশটিতে একদিনে সর্বোচ্চ ২৮ হাজার কোভিড শনাক্তের রেকর্ড হয়েছিল গত এপ্রিলে। বেইজিংয়ের ‘জিরো কোভিড নীতি’র পরও ৩১ প্রদেশে ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে দেশটির সরকারের কপালে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য বেইজিং, গুয়াংঝুসহ বিভিন্ন শহরে লকডাউন দেয়া হয়েছে। তারপরও ঠেকানো যাচ্ছে না করোনার বিস্তার।

মূলত সম্প্রতি কোভিড সংক্রান্ত কিছু কড়াকড়ি নীতি শিথিলের পরই দেশটিতে সংক্রমণ বাড়তে থাকে। চীনে করোনা মহামারিতে মোট প্রাণহানি হয়েছে ৫ হাজার ২০০ এর বেশি।

এসজেড/

Exit mobile version