Site icon Jamuna Television

কুর্দি সন্ত্রাসবাদ নির্মূলে প্রয়োজনে সিরিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক করবো: এরদোগান

ছবি: সংগৃহীত।

কুর্দি সন্ত্রাসবাদ নির্মূলে সিরিয়া সরকারের সহযোগিতা প্রয়োজন। সেটি নিশ্চিতে প্রয়োজনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে বৈঠক করার কথা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর দ্য হিন্দুর।

বুধবার (২৩ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন এরদোগান। তিনি বলেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে সরাসরি বৈঠকে বসতে চাই। রাজনীতিতে বিরক্তিভাব দেখালেই সমস্যা। কারণ পারস্পরিক সুসম্পর্ক আর অনুকূল পরিবেশ না থাকলে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া অসম্ভব। কুর্দি বিদ্রোহীদের দমন এবং সন্ত্রাসবাদ নির্মূলে প্রয়োজন সিরীয় সরকারের সহযোগিতা।

এদিকে, এ দিনই সিরিয়া-ইরাকে চলমান তুরস্কের বিমান অভিযানে নিহত হন কমপক্ষে ২৫৪ কুর্দি বিদ্রোহী। একটি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলিসি আকার বলেন, গত চারদিনের সামরিক তৎপরতায় ধ্বংস হয়েছে বিদ্রোহীদের পাঁচ শতাধিক গোপন আস্তানা। খুব শিগগিরই স্থলাভিযান শুরু করার ঘোষণা ইতোমধ্যে দিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান।

এসজেড/

Exit mobile version