Site icon Jamuna Television

রংপুরে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের পর হত্যা, প্রেমিকসহ ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

স্টাফ করেসপনডেন্ট, রংপুর :

রংপুরের গঙ্গাচড়ায় অন্তঃসত্ত্বা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় প্রেমিকসহ ৫ জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- প্রেমিক আবু জার, সহযোগী আব্দুল করিম, নাজির হোসেন, আমিনুর রহমান ও আলমগীর হোসেন। এদের মধ্যে আলমগীর পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক রোকোনুজ্জামান এই আদেশ দেন।

ট্রাইবুনাল-২ এর পিপি জাহাঙ্গীর আলম তুহিন বলেন, প্রেমের সূত্র ধরে গঙ্গাচড়ার সামসুল আলমের ছেলে আবু জারের সাথে শারীরিক সম্পর্কে জড়ায় একই এলাকার শান্তনা আখতার। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। এরপরই প্রেমিককে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন শান্তনা। পরে ২০১৫ সালের ১৪ মে শান্তনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে প্রেমিক আবু জার ও তার সহযোগীরা। ধর্ষণের পর তাকে হত্যা করে লাশ ক্ষেতের মধ্যে ফেলে দেয়া হয়।

এ ঘটনায় শান্তনার নানা আইয়ুব আলী মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয়। দীর্ঘ সময় ধরে সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে বৃহস্পতিবার দুপুরে রায় প্রদান করেন আদালত।

এএআর/

Exit mobile version