Site icon Jamuna Television

সার্বিয়ার বিপক্ষে খেলার আগে মসজিদে গেলেন ব্রাজিল কোচ

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে এক মসজিদে প্রার্থনা করতে গিয়েছেন ব্রাজিল কোচ তিতে। ব্রাজিল ফুটবল দল নিজেদের ভেরিফায়েড টুইটারে এক ছবি পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছে। খবর ভয়েস অফ ইন্দোনেশিয়া’র।

ব্রাজিল জাতীয় দলের টুইটারে বুধবার (২৩ নভেম্বর) তার মসজিদে ভ্রমণের ছবি প্রকাশ করা হয়। ছবির ক্যাপশনে লেখা ছিল, তিতে আজ একটি মসজিদ ভ্রমণ করেছেন। তিনি কোথাও গেলে তিনি সেখানকার ধর্মীয় স্থাপনায় প্রার্থনা করেন। 

প্রশিক্ষণ সেশনের পর গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামের কাছে দোহা শহরের একটি মসজিদে তিনি গিয়েছিলেন বলে জানা যায়। মসজিদ থেকে ফিরেই তিনি দলের সাথে যোগ দেন এবং পরে হোটেলে চলে যান।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১ টায় সার্বিয়ার বিপক্ষে কাতার বিশ্বকাপ শুরু করবে ব্রাজিল। সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শেষ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এবার শক্তিশালী দল নিয়ে বিশ্বকাপ জয়ের ব্যপারে আশাবাদী ব্রাজিল।

/এনএএস

Exit mobile version