Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর জাপান সফরের তারিখ পরিবর্তন

চলতি মাসের শেষে প্রধানমন্ত্রীর জাপান সফরের কথা থাকলেও তা পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সফরের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঢাকা সফররত জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শোনসুকের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কারণ হিসেবে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দ্বিপাক্ষিক বেশ কিছু চুক্তি ও সমঝোতার এখনো সুরাহা হয়নি। যেটি নিয়ে এখনো আলোচনা চলছে। দ্রুতই নতুন তারিখ ঘোষণা করা হবে বলেও জানান শাহরিয়ার আলম।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাপানের শক্ত সমর্থন চায় বাংলাদেশ। আর জাপানের প্রতিমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর সফরের দিনক্ষণ দ্রুতই ঠিক করা হবে।

ইউএইচ/

Exit mobile version