Site icon Jamuna Television

ঢাবি ছাত্র আটক, সব শিক্ষার্থীর মুক্তি দাবিতে মানববন্ধন

কোটা সংস্কার আন্দোলনে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল হাসান। তার মুক্তির দাবিতে আজ সোমবার সকালে অনুষদের সামনের সড়কে মানববন্ধন করেছেন তরিকুলের সহপাঠীরা।

মানববন্ধনে যোগ দিয়ে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও। তারা তরিকুলসহ আটক সকল শিক্ষার্থীর মুক্তি চেয়েছেন। একই সাথে তারা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত প্রজ্ঞাপন চেয়েছেন। এদিকে আইন অনুষদে ক্লাস পরীক্ষায় অংশ নিচ্ছেন না শিক্ষার্থীরা।

Exit mobile version