Site icon Jamuna Television

আমরা কাউকে ভয় পাই না: সার্বিয়ার কোচ

ছবি: সংগৃহীত

সার্বিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। পরিসংখ্যান বলে, ব্রাজিলের কাছে নিতান্তই পুঁচকে দল সার্বিয়া।

কিন্তু ম্যাচের আগে ব্রাজিল দলকে একপ্রকার হুমকিই দিয়েছেন সার্বিয়ার কোচ দ্রাগান স্তয়কোভিচ। তিনি বলেছেন, তার দল কাউকেই ভয় পাই না, এমনকি ব্রাজিলকেও না।

সংবাদ সম্মেলনে সার্বিয়া কোচ বলেন, ব্রাজিল দারুণ দল, পৃথিবীর অন্যতম সেরা। আমার মতে তাদের একটা সোনালি প্রজন্ম আছে এখন আর খুব কঠিন একটা ম্যাচের প্রত্যাশা করছি। খেলাটা শুরু হবে ০-০তে, আমাদের জয়ের সুযোগ আছে। আমরা কাউকে ভয় পাই না, এমনকি ব্রাজিলকেও না।

এবারের বিশ্বকাপে ব্রাজিল এসেছে বেশ শক্তিশালী দল নিয়ে। বিশেষত আক্রমণে অনেক ভালো ফুটবলার আছে তাদের। পিএসজি তারকা নেইমারের সাথে আছেন মোট ৯ জন ফরোয়ার্ড।

/এনএএস

Exit mobile version