Site icon Jamuna Television

পাঁচ কিমের রক্ষণ ভেদ করতে পারলো না উরুগুয়ে

দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি দুই দলই। গোলশূন্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে চেষ্টা চালালেও গুরুত্বপূর্ণ এ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তষ্ট থাকতে হলো দু’দলকে। মিডফিল্ডার ভালভার্দের জোরালো শট পোস্টে প্রতিহত হওয়াটা উরুগুয়েকে আফসোসে পোড়াবে নিঃসন্দেহে; দক্ষিণ কোরিয়াকে যেমনটা পোড়াবে ডিবক্সের বাইরে ফাঁকায় বল পেয়েও অধিনায়ক হুয়ান মিন সনের জোরালো শট পোস্টে না থাকাটা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মাঠে নামে উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া। ম্যাচের শুরু থেকেই রক্ষণ সামলে আক্রমণে সাজায় দুই দল। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কেউ। প্রথমার্ধের ম্যাচের ৩৪ মিনিটে সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি হুয়াং। অপরদিকে উরুগুয়ের প্রাণভোমরা সুয়ারেজ একের পর এক সুযোগ পেলেও বল জালে জড়াতে পারেননি একবারও।

ম্যাচে বেশিরভাগ সময় উরুগুইয়ানদের পায়ে বল থাকলেও কোরিয়ানদের রক্ষণভেদ করতে পারেনি দিয়েগো আলোনসোর শিষ্যরা। উরুগুয়ের দুই তারকা ফেদে ভালভার্দে ও ডারউইন নুনেজ চেষ্টার পর চেষ্টা করে গেলেও পাননি গোলের দেখা। এমনকি, ৬৪ মিনিটে সুয়ারেজের বদলে নামা অভিজ্ঞ কাভানিও দলকে দিতে পারেননি কোনো আশা।

অপরদিকে, দক্ষিণ কোরিয়ার দুই তুরুপের তাস হুয়াং মিন সন ও উই জো হুয়াং গোলের সুযোগ তৈরি করেছিলেন বেশ কয়েকবার। কিন্তু, উরুগুইয়ানদের রক্ষণভেদে ব্যর্থ তারাও। এদিন, গোলপোস্টে উইরুগুইয়ানরা শট নিয়েছেন মোট ১০টি। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি একবারও। অপরদিকে, উরুগুয়ের পোস্টে মাত্র ৬টি শট নিলেও কোনো গোল পাননি সনরাও।

ফলে, এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ড্র নিয়েই সন্তষ্ট থাকতে হলো উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়াকে। তবে আরও একবার এশিয়ানদের বিপক্ষে জয় তুলে নিতে ব্যর্থ হলো ফুটবল পরাশক্তির তালিকায় থাকা কোনো দল।

/এসএইচ

Exit mobile version