Site icon Jamuna Television

বয়স হয়েছে রোনালদোর!

ছবি: সংগৃহীত

৩৭ বছর। বয়সের হিসাবে অনেক একজন ফুটবলারের জন্য। কিন্তু শরীরী ভাষাতে সেটা বুঝতেই দেন না ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু ঘানার বিপক্ষে ম্যাচের ৯ মিনিটেই একটি সহজ সুযোগ তৈরি হয়েছিল রোনালদোর জন্য। সেটিকে গোলে পরিণত করতে ব্যর্থ হন তিনি।

বছরখানেক আগেও ওয়ানটাচে এমন অনেক গোল করেছেন রোনালদো। কিন্তু এবার কি বয়সের ভারেই সেটি গোলে পরিণত করতে পারলেন না তিনি?

ফার্নান্দেসের দেয়া পাসে সঠিকভাবে পা ছোঁয়াতে পারলেই হয়তো ম্যাচের ৯ মিনিটেই দলকে লিড এনে দিতে পারতেন রোনালদো। কিন্তু সেটি না করে বল রিসিভ করে পরে শট নিতে গিয়েছেন এই পর্তুগীজ তারকা। সামান্য দেরি হওয়াতেই বল রোনালদোর পা থেকে গোলরক্ষকের দিকে চলে যায়। সেখানেও সুযোগ নিতে চেয়েছিলেন রোনালদো। কিন্তু সেটি বড্ড দেরি হয়ে যায়। যার ফলে গোলশূন্য থেকেই বিরতিতে যায় পর্তুগাল।

/এনএএস

Exit mobile version