Site icon Jamuna Television

নেইমার বিশ্বকাপ খেলবে: তিতে

রিচার্লিসনের ম্যাজিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সহজ জয় দিয়ে শুরু করেছে ব্রাজিল। তবে স্বস্তির মাঝে অস্বস্তির খবর গোড়ালির ইনজুরিতে পড়েছেন তাদের অন্যতম স্তম্ভ নেইমার। ম্যাচের ৮০ মিনিটে বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে। কারণ ডান পায়ের গোড়ালিতে পেয়েছেন ব্যথা। দ্বিতীয়ার্ধে তাকে একাধিকবার সার্বিয়ান ফুটবলারদের ট্র্যাকলের শিকার হতে হয়েছে। গোটা ম্যাচে মোট ৯ বার! এর মধ্যে নিকোলা মিলানকোভিচের ট্যাকলটি ছিল সবচেয়ে সর্বনাশা। মাঠ ছাড়ার সময় দেখা যায় অনেকটাই বিষণ্ন নেইমার। চোখে ছিলো পানি। এরপর ম্যাচ শেষে বিভিন্ন ফুটেজে দেখা যায় তার ডান পায়ের গোড়ালি ফুলে গেছে।

নেইমারকে করা সেই ট্যাকল।

তবে কি শঙ্কায় নেইমারের পরের ম্যাচ খেলা? আশার আলোয় কিন্তু দেখালেন সেলেসাও কোচ তিতে। ম্যাচ পরবর্তী এক সংবাদ সম্মেলনে ব্রাজিল বস জানালেন, নেইমারের ইনজুরি যতটা খারাপ দেখাচ্ছে ততটা নয়। দ্রুতই সেরে উঠবেন নেইমার, বিশ্বকাপেও খেলবেন।

নেইমারকে অশ্রুসজল দেখে দুশ্চিন্তায় পড়া ভক্তরা কিন্তু তিতের কথা থেকে আশাবাদী হতেই পারেন।

Exit mobile version