Site icon Jamuna Television

রুশ হামলায় বিপর্যস্ত কিয়েভের বিদ্যুৎ ব্যবস্থা, ৭০ ভাগ অধিবাসী অন্ধকারে

ছবি: সংগৃহীত

রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা। দেশটির ৫০ শতাংশ চাহিদা মেটাতে পারছে না সরকার। রাজধানী কিয়েভের ৭০ ভাগ অধিবাসী রয়েছেন অন্ধকারে। খবর বার্তা সংস্থা এপির।

গেল মাস থেকেই ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রগুলোকে টার্গেট বানিয়ে হামলা চালাচ্ছিল রুশ সেনাবহর। বুধবার তীব্র হয় সেই অভিযান। পুতিনের দল কমপক্ষে ৭০টি ক্রুজ মিসাইল ছোড়ে গুরুত্বপূর্ণ শহরগুলোয়। যেগুলোর মূল টার্গেট ছিল জ্বালানি উৎপাদন কেন্দ্রগুলো। তাতে জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের সাথে বিচ্ছিন্ন হয় জাতীয় গ্রিডের ৩টি লাইন। অন্ধকারে ঢেকে যায় ইউক্রেনের ৮০ ভাগ এলাকা।

প্রশাসনের উদ্যোগে কিছু কিছু এলাকায় সংযোগ ফেরানো হলেও তাতে সিংহভাগ গ্রাহকের চাহিদা মিটছে না। একে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, গোটা ইউক্রেনে ভয়াবহ বিদ্যুৎ সংকট। ব্ল্যাকআউট এড়াতে কিছু কিছু এলাকায় বিদ্যুতের পুনঃসংযোগ দেয়া হচ্ছে। তবে রাজধানী কিয়েভসহ ১৫টি অঞ্চলে কাজটা বেশ কঠিন। বিদ্যুৎ অফিসের কর্মীরা এবং প্রশাসন একযোগে কাজ করছেন। জরুরি মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশজুড়ে ৪ হাজার ৩৬২টি বিশেষ কেন্দ্র খোলা হয়েছে। যেগুলো জনগণকে তীব্র ঠান্ডা থেকে রক্ষা করবে।

ইউএইচ/

Exit mobile version