Site icon Jamuna Television

আরও অ্যাকাউন্ট খুলে দেবে টুইটার

সামনের সপ্তাহ নাগাদ বন্ধ করা আরও কিছু অ্যাকাউন্ট খুলে দেবে টুইটার। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন এই সোশ্যাল মিডিয়া জায়ান্টের কর্ণধার ইলন মাস্ক। খবর রয়টার্সের।

ইলন মাস্ক জানান, কোনো আইনভঙ্গ বা মারাত্মক অন্যায় করেনি এমন ব্যবহারকারীদেরকে সাধারণ ক্ষমার আওতায় ফিরিয়ে দেয়া হবে অ্যাকাউন্ট। এ ইস্যুতে অনলাইনে ভোটাভুটির মাধ্যমে ব্যবহারকারীদের মতামত সংগ্রহ করেছে কর্তৃপক্ষ। ৩২’শ ভোটের মধ্যে ৭২ শতাংশ ব্যবহারকারী অ্যাকাউন্ট ফেরত দেয়ার পক্ষে ভোট দিয়েছে বলে জানানো হয়।

টুইটারের দায়িত্ব গ্রহণের আগে থেকেই বন্ধ অ্যাকাউন্টগুলো খুলে দেয়ার বিষয়ে কথা বলে আসছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। আর এসেই নানা নীতিগত পরিবর্তনের পর গেল সপ্তাহেই খুলে দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট।

এটিএম/

Exit mobile version