Site icon Jamuna Television

অফসাইড ফাঁদে গোলশূন্য প্রথমার্ধ

ছবি: সংগৃহীত

ওয়েলসের বিপক্ষে ভালোই লড়াই চালিয়ে প্রথমার্ধ শেষ করেছে এশিয়ার পরাশক্তি ইরান। আক্রমণ পালটা আক্রমণে গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে প্রথমার্ধ।

ম্যাচের ১৫ মিনিটে আলি ঘোলিজাদেহ আশা জাগান ইরানের পক্ষে। বলটিকে ওয়েলসের জালে জড়িয়েও দেন তিনি। কিন্তু সেই অফসাইড নামক ফাঁদে পড়ে গোলটি বাদ হয়ে যায়। নইলে খেলায় ১-০ গোলে এগিয়ে যেত ইরান।

অন্যদিকে আজ ওয়েলসের হয়ে রেকর্ড সংখ্যকক ম্যাচ খেলতে মাঠে নামেন গ্যারেথ বেল। যদিও প্রথম ৪৫ মিনিটে এখনো নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই তারকা।

নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে যুক্তরাষ্ট্রের সাথে ড্র করে ওয়েলস। অন্যদিকে ইংল্যান্ডের কাছে ৬-২ গোলে বিধ্বস্ত হয় ইরান।

/এনএএস

Exit mobile version