Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নিহত আফ্রিকা প্রবাসী।

নোয়াখালী প্রতিনিধি:

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্কড্রপসে নোয়াখালীর এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মুজাহিদুল ইসলাম রাসেল ভুঁইয়া (৪০) উপজেলার মোহাম্মদপুর গ্রামের মরহুম হেদায়েত উল্লাহ ভুঁইয়া ওরফে দনু মিয়ার ছেলে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে তার মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছায়। এতে পরিবারে নেমে আসে শোকের ছায়া।

স্থানীয় ইউপি সদস্য সানা উল্যাহ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, রাসেল ২০ বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে আফ্রিকার কানন শহরে তিনি ব্যবসা শুরু করেন এবং স্ত্রী-সন্তান নিয়ে সেখানে বসবাস করতেন। কিছুদিন আগে তিনি স্থানীয় ইন্ডিয়ান ক্যারেলা এক ব্যক্তির কাছে একটি ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করেন। গত ২১ নভেম্বর রাসেল নিজের গাড়ি নিয়ে দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্কড্রপসে শহরে সেই পাওনা অর্থ আদায় করতে যান। এ সময় সন্ত্রাসীরা রাসেলকে এলোপাতাড়ি পিটিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করে। পরে লাশ গাড়িসহ জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়।

এদিকে, খোঁজাখুঁজি করেও মুজাহিদুলের কোনো সন্ধান না পেয়ে তার স্ত্রী বিথী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে নিখোঁজের ৩দিন পর একটি জঙ্গল থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে গাড়িসহ তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের ভাই ফখরুল ইসলাম ভুঁইয়া হিমেল জানান, এ ঘটনায় জড়িত ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা রাসেলকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আলম রিগান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের শাস্তি ও লাশ দ্রুত দেশে পাঠানোর জোর দাবী জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকালাবাসী।

এসজেড/

Exit mobile version