Site icon Jamuna Television

কাতার-সেনেগালের শুরুর একাদশ

ছবি: সংগৃহীত

ইকুয়েডরের সাথে হেরে বিশ্বকাপ যাত্রার শুরুতেই হোঁচট খায় স্বাগতিক কাতার। অন্যদিকে, নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত খেলেও আক্রমণভাগের ব্যর্থতায় হেরে যায় আফ্রিকান পরাশক্তি সেনেগাল। নিজেদের প্রথম ম্যাচ হারা দুই দলই চায় জয় নিয়ে বিশ্বকাপ আসরে টিকে থাকতে।

আল থুমামা স্টেডিয়ামে সেনেগালকে আতিথ্য দেবে কাতার। শেষ ষোলোয় যেতে হলে জয়ের বিকল্প নেই দুই দলেরই। সাদিও মানের অনুপস্থিতিতে আক্রমণভাগ কিছুটা হলেও দুর্বল সেনেগালের। অন্যদিকে, সেনেগালের বিপক্ষে জয় দিয়ে দেশবাসীকে আনন্দে ভাসাতে চায় স্বাগতিকরা।

কাতার একাদশ:

বারশাম (গোলরক্ষক), কাদলাল্লা, খৌকি, মোহাম্মাদ, মিগুয়েল, হাইদস, বৌদিয়াফ, মাদিবো, এলামিন, আলি, আফিফ।

সেনেগাল একাদশ:

মেন্ডি (গোলরক্ষক), সাবালি, কুলিবালি, ডিয়ালো, জ্যাকবস, ডিয়াত্তা, মেন্ডি, গুয়ে, সার, ডিয়া, ডিয়েদহিয়ো।

/আরআইএম

Exit mobile version