Site icon Jamuna Television

৭ দিনেই আয় ১০০ কোটি, বক্স অফিস কাঁপাচ্ছে অজয়ের ‘দৃশ্যম ২’

করোনা মহামারীর পর বলিউডে চলছে মন্দা। এই মন্দার বাজারে অজয় দেবগণের ‘দৃশ্যম ২’ যেনো এলো আলোর দিশারী হয়ে। মুক্তির প্রথম সপ্তাহে কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ২’-এর আয়কেও ছাড়িয়ে গেছে অজয়ের নতুন এই ছবি। শোনা যাচ্ছে ইতোমধ্যেই ‘দৃশ্যম ৩’ এর কাজ শুরু করে দিয়েছেন নির্মাতারা। সাত দিনের মাথায় ১০০ কোটির ক্লাবে প্রবেশ করল এই অজয় দেবগণের ‘দৃশ্যম ২’। খবর ইন্ডিয়া টাইমসের।

২০১৩ সালে নির্মাতা জিতু জোসেফ তৈরি করেছিলেন দৃশ্যম। এরপর ২০১৫ সালে পরিচালক নিশিকান্ত কামাত ছবিটি হিন্দিতে রূপান্তর করেন। এছাড়া গত বছর ছবিটির সিক্যুয়াল মালায়লাম ভাষায় বানিয়ে ফেলেছেন পরিচালক। মোহনলাল অভিনীত ‘দৃশ্যম ২’ ছবিটি অনেকেই ঘরে বসে ওটিটি-তে দেখে ফেলেছেন। এবার হিন্দিতে সেই সিক্যুয়েল পেয়ে দর্শকের উন্মাদনা তুঙ্গে।

দ্বিতীয় পর্বের পরিচালনার দায়িত্ব পালন করছেন ছবির প্রযোজক কুমার মঙ্গতের ছেলে অভিষেক পাঠক। এই ছবির তৃতীয় পর্বেরও দায়িত্ব পেয়েছেন তিনি। উল্লেখ্য, এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি একই দিনে মালায়লাম এবং হিন্দি দুই ভাষাতেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এটিএম/

Exit mobile version