Site icon Jamuna Television

‘রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে জাপান’

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান চায় বাংলাদেশ, এজন্য আন্তর্জাতিক কূটনীতিতে জাপানকে পাশে চায় ঢাকা। কয়েক ঘন্টার সফরে বাংলাদেশ আসা জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইয়ো হোরির কাছে এ অবস্থান তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জবাবে, বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে জাপান। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফরররত জাপানি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে বসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হক। প্রায় দু’ঘন্টার বৈঠক শেষে তারা জানান, নিরাপত্তা পরিষদের সদস্যপদ প্রাপ্তিতে বাংলাদেশের ভূমিকায় কৃতজ্ঞ জাপান। তাই, চলমান রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে জাপান।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version