Site icon Jamuna Television

ধর্ষণের দায়ে কানাডিয়ান পপ তারকাকে ১৩ বছর কারাদণ্ড

ছবি : সংগৃহীত

ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় চীনা বংশোদ্ভূত কানাডিয়ান পপ তারকা ক্রিস উ ইফানকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন চীনের একটি আদালত। খবর দ্য গার্ডিয়ানের।

খবরে বলা হয়েছে, ধর্ষণসহ আরও বেশকিছু অভিযোগ প্রমাণিত হয়েছে ক্রিসের বিরুদ্ধে। বেইজিংয়ের চেয়াং জেলার আদালত জানিয়েছে, কারাদণ্ডের পাশাপাশি ট্যাক্স ফাঁকির অভিযোগে ক্রিসকে ৮৩.৭ মিলিয়ন মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।

আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০ সালের শেষ দুই মাসে ওই পপ তারকা ৩ জনকে ধর্ষণ করেন। ধর্ষণের সময় ভুক্তভোগীরা মদ্যপ ছিলেন বলে প্রতিরোধ করতে পারেননি। এসব অপরাধ বিবেচনায় সম্মিলিতভাবে ক্রিসকে ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এই শাস্তি ভোগ করার পর তাকে প্রত্যাবাসন করা হবে বলেও জানানো হয়েছে।

এএআর/

Exit mobile version