Site icon Jamuna Television

গ্যাকপোর পায়ে কাতার বিশ্বকাপের দ্রুততম গোল, ডাচদের লিড

ছবি: সংগৃহীত

ডাচ উইঙ্গার কোডি গ্যাকপোর পায়ে কাতার বিশ্বকাপ দেখলো এ পর্যন্ত আসরটির দ্রুততম গোল। ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচের ৬ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান নেদারল্যান্ডসের এই উইঙ্গার। এই গোলের ফলে ১-০ গোলে এগিয়ে গেলো নেদারল্যান্ডস। আর লুই ফল গাল যে তথ্যটি জেনে খুশিতে হতে পারেন তা হচ্ছে, ১৯৭৮ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলার পর টানা ২০ ম্যাচে প্রথমে গোল করে হারেনি নেদারল্যান্ডস।

কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় নেদারল্যান্ডস-ইকুয়েডর।

সোমবার (২১ নভেম্বর) নেদারল্যান্ডস প্রথম ম্যাচে সেনেগালকে হারায়। তবে নিজেদের সেরা পারফরম্যান্সের ধারেকাছে ছিল না তারা। কোচ লুই ফন খাল তাই ৩ পয়েন্ট পেয়ে সন্তুষ্ট থাকলেও জয়ে খুশি ছিলেন না। একই সুর অধিনায়ক ভার্জিল ফন ডাইকেরও।

অন্যদিকে ইকুয়েডরও প্রথম ম্যাচে দাপুটে পারফরম্যান্সে স্বাগতিক কাতারকে হারায় ২-০ গোলে। ওই ম্যাচে দলের দু’টি গোলই করা অধিনায়ক এনার ভালেন্সিয়ার হাঁটুতে কিছুটা সমস্যা থাকলেও ডাচদের বিপক্ষে খেলতে নেমেছেন তিনি।

/আরআইএম

Exit mobile version