Site icon Jamuna Television

খারিজ হলো লুলার জয়কে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা

ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা ডি সিলভা।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুলা ডি সিলভার জয়কে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা খারিজ করেছেন দেশটির আদালত। খবর আলজাজিরার।

গত মঙ্গলবার, দেশটির নির্বাচন সংক্রান্ত আদালত- টিএসইতে মামলা করেছিলো বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারোর দল। তাদের অভিযোগ, এবারের নির্বাচনে ত্রুটিযুক্ত ভোটিং মেশিন ব্যবহার করে বলসোনারোর জয় ছিনিয়ে নেয়া হয়েছে। পাঁচটি মডেলের বক্সে ত্রুটি থাকার কথা জানিয়েছে দলটি। ২ লাখ ৮০ হাজার ভোটিং মেশিনের ফল বাতিল করতে হবে বলে দাবি তাদের।

কিন্তু, বিচারক মামলা খারিজ করে দিয়ে জানান- ব্যালট বাক্সে একাধিক বিকল্প ব্যবস্থা রয়েছে। তাই, জালিয়াতি শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে বিকল্প ব্যবস্থা চালু হয়ে যাবে। এ ক্ষেত্রে জালিয়াতির কোনো সুযোগ নেই।

প্রসঙ্গত, নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে ভুয়া চ্যালেঞ্জ করায় উল্টো ডানপন্থি লিবারেট পার্টিকে ৪৩ লাখ ডলার জরিমানা করেছে আদালত।

/এসএইচ

Exit mobile version