Site icon Jamuna Television

সবার আগে বিদায় স্বাগতিক কাতারের

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল স্বাগতিক দেশ কাতার। সবার আশঙ্কা শেষ পর্যন্ত সত্যিই হলো। বিশ্বকাপ শুরু মাত্র ৬ দিনের মাথায় নিজ দেশে হওয়া বিশ্বকাপ থেকে বিদায় নিল কাতার। প্রথম বার বিশ্বকাপ খেলতে নামলেও দেশের সমর্থকদের হতাশার চাদরে ঢেকে দিল কাতার ফুটবল দল।

প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে ০-২ গোলে হেরে যায় কাতার। শুক্রবার দ্বিতীয় ম্যাচে তারা সেনেগালের কাছে হারল ১-৩ গোলে। শেষ ম্যাচ খেলতে হবে গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেই ম্যাচে যে তারা জিতবে, এমন স্বপ্ন কাতারের অতি বড় সমর্থকও দেখছেন না।

নেদারল্যান্ডস ছাড়া গ্রুপে উপেক্ষাকৃত দুই সহজ প্রতিপক্ষ পেয়েও কাজে লাগাতে পারল না কাতার। এশিয়ার বাকি দেশগুলি যেখানে বিশ্বকাপে চমকে দিচ্ছে, সেখান কাতারকে বিদায় নিতে হল এক ম্যাচ বাকি থাকতেই।

নিয়ম রক্ষার ম্যাচে মঙ্গলবার (২৯ নভেম্বর) নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে কাতার।

/আরআইএম

Exit mobile version