Site icon Jamuna Television

ব্রাজিলে বাবার বন্দুক নিয়ে স্কুলে হামলা কিশোরের, নিহত ৩

ছবি: সংগৃহীত।

ব্রাজিলের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই শিক্ষকসহ এক শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে আরও ১৩ জন। খবর এবিসি নিউজের।

শুক্রবার (২৫ নভেম্বর) ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য এসপিরিতো সান্তোর আরাক্রুজ শহরের একটি স্কুলে ঘটে এ ঘটনা। এরই মধ্যে হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ বছর বয়সী এই কিশোর স্কুলটিরই সাবেক শিক্ষার্থী। বুলেটপ্রুফ পোশাক পরেই এ হামলা চালায় সে।

হামলার চারঘণ্টা পর শনাক্ত করা হয় হামলাকারী ওই কিশোরকে। জানা গেছে, তার বাবা দেশটির একজন মিলিটারি পুলিশ অফিসার। তার সেমিঅটোমেটিক পিস্তল নিয়েই স্কুলে হামলা চালায় ওই কিশোর। তবে হামলাকারীর নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। হামলার কারণও এখনো জানা যায়নি।

ব্রাজিলে স্কুলে বন্দুক হামলার ঘটনার নজির বেশ কম। সবশেষ ২০১১ সালে দেশটির এক স্কুলে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। সে সময় প্রাণ হারায় ১২ জন শিশু।

এসজেড/

Exit mobile version