Site icon Jamuna Television

মহিলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনে যোগ দেন তিনি।

এরপর নাচ-গানের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে, শনিবার (২৬ নভেম্বর) সম্মেলন ঘিরে ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসতে থাকেন। সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন বিপুল সংখ্যক নেতাকর্মী। সম্মেলন ঘিরে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা। সারাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কাউন্সিলর ও ডেলিগেটরা অংশ নিচ্ছেন।

সবশেষ ২০১৭ সালের ৪ মার্চ মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএন

Exit mobile version