Site icon Jamuna Television

আর্জেন্টিনার খেলা দেখতে স্টেডিয়ামে থাকবেন সাকিব

আর্জেন্টিনা বনাম মেক্সিকোর খেলা দেখতে কাতারের লুসাইল স্টেডিয়ামে থাকবেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। জানা গেছে, দুবাই থেকে এরই মধ্যে কাতারে পৌঁছেছেন সাকিব। বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করবেন তিনি। আবুধাবি টি-১০ লিগে খেলছেন সাকিব। সেখান থেকে কাতারে যেতে খুব বেশি বেগ পাওয়ার কথা নয়।

বিশ্বকাপের খেলা দেখতে বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক ও বর্তমান অনেকেই ছুটছেন কাতারে। এরইমধ্যে লুসাইল স্টেডিয়ামে বসে ব্রাজিলের খেলা সরাসরি উপভোগ করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

সাকিব-তামিমের মতো বিশ্বকাপ দেখতে কাতারে অবস্থান করছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। তামিমের মতো হাবিবুলেরও প্রিয় দল ব্রাজিল। কাতারে হাবিবুল বাশারের সঙ্গী হবেন আরও দুই সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন ও জাভেদ ওমর।

এএআর/

Exit mobile version