Site icon Jamuna Television

বাগেরহাট কারাগারে চুরির আসামির মৃত্যু

ছবি : সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট জেলা কারাগারে চুরির মামলার এক আসামি মারা গেছেন বলে জানা গেছে। মৃত আসামির নাম সেলিম ফরাজী (৭০)। তিনি ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়ায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার এএসএম কামরুল হুদা বলেন, সেলিম ফরাজী একটি চুরির মামলায় গত ২১ নভেম্বর থেকে কারাগারে ছিলেন। হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দিলে রাত পৌনে ১২টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২টা ২০ মিনিটে তিনি মারা যান। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে শনিবার বিকেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

মৃত সেলিম ফরাজী বাগেরহাট শহরের হরিনখানা এলাকার প্রয়াত কাশেম ফরাজীর ছেলে।

এএআর/

Exit mobile version