Site icon Jamuna Television

তিউনিশিয়ার বিপক্ষে লিড নিলো অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

ফ্রান্সের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর তিউনিশিয়ার বিপক্ষে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে অস্ট্রেলিয়া। আর তার ফলাফল পেয়ে যায় দলটি ম্যাচের ২৩ মিনিটেই। ডিউকের দুর্দান্ত গোলে এগিয়ে যায় দলটি।

ডেনমার্কের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করে তিউনিশিয়া। বাছাইপর্ব উতরে ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ খেলছে তারা। এবারের আসরে তাদের লক্ষ্য প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করা।

অপরদিকে ফ্রান্সের বিপক্ষে ৪-১ গোলের হার দিয়ে এবারের আসর শুরু করেছে অস্ট্রেলিয়া। ফলে টিকে থাকতে হলে দু’টি ম্যাচে নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়তে হবে অজিদের। শেষ দুই দেখায় ১টি জয় ও ১টিতে হার রয়েছে অস্ট্রেলিয়ার।

/এনএএস

Exit mobile version