Site icon Jamuna Television

শার্শায় জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; আহত ২০, শতকোটি টাকার ক্ষয়ক্ষতি

বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শায় একটি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে তিনটি গুদাম পুড়ে প্রায় শত কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।

শনিবার (২৬ নভেম্বর) বেলা ১টার দিকে আফিল জুট উইভিং মিলস লিমিটেডের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে যশোর, বেনাপোল, ঝিকরগাছা ও নওয়াপাড়া ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জুট মিলটি স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠান।

মিলের ব্যবস্থাপক আব্দুল ওহাব বলেন, শনিবার দুপুর ১টার দিকে কিছু বুঝে ওঠার আগেই মিলের পেছনের অংশের ৩ ইউনিটের উৎপাদিত সুতা, বস্তা ও পাটসহ মেশিনে আগুন ধরে যায়। মিলের শ্রমিকরা প্রথম দিকে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় আগুনে ঝলসে যায় মিলের শ্রমিক আখের আলী। পরে অন্তত ২০ জন আহত হয়।

তিনি অভিযোগ করে বলেন, বেনাপোল, ঝিকরগাছা ও যশোর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আধঘণ্টা দেরিতে এসেছেন।

বেনাপোল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার বলেন, বেনাপোল, ঝিকরগাছা, যশোর ও নওয়াপাড়ার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

এএআর/

Exit mobile version