Site icon Jamuna Television

সৌদি আরব ফুটবল দলের রোলস রয়্যালস উপহার দেয়ার খবরটি গুজব (ভিডিও)

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনাকে হারানোর পর দেশবাসীর কাছে সুপার হিরোতে পরিণত হয়েছেন সৌদি ফুটবল দলের সদস্যরা। তাদের নিয়ে উন্মাদনার কোনো কমতি নেই। এমন অর্জনের পর অভিনন্দনে যেমন ভাসছেন, তেমন উপহারের আশাও দেখাচ্ছেন অনেক। 

প্রথম ম্যাচ জয়ের পর থেকেই খবর শোনা যাচ্ছিল, দলের প্রতিটি সদস্য পেতে যাচ্ছেন বিশ্বের অন্যতম দামি গাড়ি ‘রোলস রয়্যালস’র একটি করে। এমনকি ইউরোপের বিভিন্ন গণমাধ্যম তো রীতিমতো কোন মডেলের গাড়ি সেটির ছবিও প্রকাশ করা শুরু করে। 

২য় ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রথম গোল স্কোরার সালেহ আল সেহরি তো প্রশ্নের মুখে পড়েন কোন রঙের গাড়ি নিচ্ছেন তিনি। জবাবে সেখানেই সংবাদটিকে গুজব বলে উড়িয়ে দেন সেহরি। জানান, এমন তথ্য সঠিক নয়, দেশের জন্য খেলতে এসেছেন এবং সর্বোচ্চটা দিয়েই খেলতে চান। ভালো খেলেছেন বড় অর্জন হয়েছে, এটাই তাদের সবচেয়ে বড় পুরষ্কার।’ 

গ্রুপ পর্বের ২য় ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সৌদি আরব। নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর সাথে ড্র করেছিল পোলিশরা।

Exit mobile version