Site icon Jamuna Television

ব্রাজিলের সমর্থকরা নেইমারের পা ভাঙায় উল্লাস করে: রাফিনহা

ছবি: সংগৃহীত

ব্রাজিলের সমর্থকেরা নেইমারের পা ভাঙায় উল্লাস করে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের স্ট্রাইকার রাফিনহা। ইন্সটাগ্রামের এক স্টোরিতে তিনি এমন মন্তব্য করেছেন বলা জানায় ইন্ডিয়া টুডে।

পোস্টে তিনি বলেন, আর্জেন্টাইন সমর্থকরা মেসিকে ঈশ্বর মনে করে, পর্তুগাল সমর্থকরা রোনালদোকে মনে করে রাজা। আর ব্রাজিলের সমর্থকেরা নেইমারের পা ভাঙায় উল্লাস করে। কী দুঃখজনক ব্যাপার। নেইমারের সবথেকে বড় ভুল ব্রাজিলে জন্মগ্রহণ করা। নেইমারের ট্যালেন্ট এই জাতির জন্য না।

প্রসঙ্গত, বৃহস্পিতিবার (২৪ নভেম্বর) সার্বিয়ার বিপক্ষে পায়ের গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। ব্রাজিলের পরের ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচে চোটাক্রান্ত নেইমার খেলতে পারবেন না। শুধু তাই নয়, গ্রুপপর্বে ব্রাজিল নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে ক্যামেরুনের বিপক্ষে। সেই ম্যাচেও নেইমারের খেলা অনিশ্চিত।

Exit mobile version