Site icon Jamuna Television

আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের শহরে অগ্নিকাণ্ড

কাতারের লুসাইল শহরে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ম্যাচ শুরু হবার ঘণ্টা সাতেক আগে ঘটে এই ঘটনা। তবে আলবিসেলেস্তেদের ম্যাচে এর প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই। কারণ লুসাইল শহরে অগ্নিকাণ্ডটি ঘটলেও, তা স্টেডিয়াম থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে হয়েছে।

ইউরোপীয় গণমাধ্যমকে কাতারের অফিশিয়ালরা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করলেও, খেলায় এর কোনো প্রভাব পড়বে না বলে জানান তারা। বিভিন্ন গণমাধ্যমের ছবিতে দেখা যায় মাঠ থেকে বেশ খানিকটা দূরে হলেও ফ্যান জোনের কাছাকাছি ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। আর আকাশে কালো ধোয়া দেখা গেলেও তা দ্রুতই সমাধান হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Exit mobile version