Site icon Jamuna Television

রাজবাড়ীতে টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৩ চোর আটক

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন, ঝিনাইদহের শেখপাড়া এলাকার জমশের মোল্লার ছেলে আলমগীর মোল্লা, ফরিদপুর মধুখালী উপজেলার পলাশ কাজীর ছেলে রাকিব কাজী এবং রাজবাড়ীর মহারাজপুরের ছাত্তার শেখের ছেলে ইমরান শেখ।

শনিবার (২৬ নভেম্বর) সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার দূর্গাপুর এলাকায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডি‌বি) পুলিশের ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, জেলায় মাদক ও অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান ও চেক পোষ্ট বসানো হচ্ছে। তারই অংশ হিসেবে শনিবার কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৩ ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুষ্টিয়ায় একটি চুরির দায় স্বীকার করেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় আটককৃত ৩ ব্যক্তির কাছ থেকে স্বর্ণের ১ জোড়া রুলি, ২ জোড়া চুরি, ৩টি চেইন, ৪টি নাকফুল, ১টি করে আংটি, টিকলি ও রুপার চেইনসহ নগদ ৭৬ হাজার টাকা জব্দ করা হয় বলেও জানায় পুলিশ।

এএআর/

Exit mobile version