Site icon Jamuna Television

মহিলা আ. লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, সাধারণ সম্পাদক শবনম জাহান

মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি সভাপতি এবং শবনম জাহান শিলা সাধারণ সম্পাদক হয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহিলা আওয়ামী লীগের সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এরমধ্যে, মেহের আফরুজ চুমকি বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক এবং গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য। আর শবনম জাহান শিলা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর মহিলা আওয়ামী লীগের কমিটিও ঘোষণা করা হয়েছে। তাতে সাবেরা বেগম সভাপতি এবং পারুল আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগ সভাপতি শাহিদা তারেক দীপ্তি ও সাধারণ সম্পাদক হাসিনা বারী হয়েছেন।

/এমএন

Exit mobile version