Site icon Jamuna Television

আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

ছবি: সংগৃহীত

নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর এদিন একাদশে দুই বা ততোধিক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। আর্জেন্টাইন খেলার প্রতিবেদক গাস্তন এদুল এমন তথ্য জানিয়েছেন।

প্রথম ম্যাচে হারের পর গুঞ্জন রয়েছে মেক্সিকোর বিপক্ষে মেসিদের দলে বড় পরিবর্তন আসছে। সৌদি আরবের বিপক্ষে রক্ষণভাগে সামলানো চারজনের তিনজনই ছিটকে যেতে পারেন এই ম্যাচের শুরুর একাদশ থেকে। এমনটাই ইঙ্গিত করেছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল।

তিনি বলেন, প্রথম ম্যাচে হারের পর দলকে উজ্জীবিত রেখেছেন লিওনেল মেসি। তবে দলের শুরুর একাদশে কমপক্ষে দুইটা পরিবর্তন থাকবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, এই সংখ্যা আরও বাড়তে পারে। রাউন্ড অফ সিক্সটিনে যাওয়ার জন্য দল মরিয়া।

/এনএএস

Exit mobile version