Site icon Jamuna Television

মেসির পর এবার লেভানদোভস্কিকে খুঁজছেন সৌদি সমর্থকরা

স্বপ্নের এক বিশ্বকাপ যাত্রা শুরু হলো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের। প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানোর মতো অনন্য অর্জনে সমর্থকরাও বেশ চাঙ্গা। পোল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে একই ছন্দে দলকে দেখতে চান তারা। তাইতো প্রতিপক্ষের সবচেয়ে বড় তারকা লেভানদোভস্কির দিকেই এখন তাদের মনোযোগ।

শনিবার কাতারে সৌদি সমর্থকের দেখা গেছে উৎসবমুখর অবস্থায়। এরমধ্যে একটি প্ল্যাকার্ড নজর কেড়েছে আলাদাভাবে যেখানে লেখা- হোয়ার ইজ লেভানদোভস্কি? এর ঠিক ওপরে লেখা হোয়ার ইজ মেসি? যেটি আবার লালকালি দিয়ে কেটে দেয়া হয়েছে। অর্থাৎ মেসির পালা শেষ। এবার পোলিশ তারকা লেভানদোভস্কিকে দেখে নিতে চায় সৌদি সমর্থকরা।

কোচ হার্ভে রেনার্ডের রণকৌশল আর অনুপ্রেরণায় কাতার বিশ্বকাপে নতুন রূপে ধরা দেয়া দলটি যে পোল্যান্ডকে ছেড়ে কথা বলবে না সেটি আর বলার অপেক্ষা রাখে না। আর এই ম্যাচ জিতলে তো দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে সৌদির। ফলে আশায় বুক বাঁধতেই পারেন সমর্থকরা যে লেভানদোভস্কির পোল্যান্ডকেও টেক্কা দিয়ে দেবে রেনার্ড শিষ্যরা।

Exit mobile version