Site icon Jamuna Television

প্রথমার্ধে পোল্যান্ডকে এগিয়ে দিলেন জিলিনস্কি

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে পোল্যান্ড। শনিবার এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচের ৩৯ মিনিটে একমাত্র গোলটি এনে দেন পিওতর জিলিনস্কি। যদিও ম্যাচের ফেরার সুবর্ণ সুযোগ পেয়েও নষ্ট করে সৌদি আরব। ম্যাচের ৪৫ মিনিটের সময় গ্রিন ফ্যালকনসদের পেনাল্টি ঠেকিয়ে দেয় পোলিশ কিপার সিজনি।

শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয় গ্রুপ ‘সি’ এর গুরুত্বপূর্ণ এ ম্যাচ। আর্জেন্টিনা সমর্থকরাও গভীরভাবে পর্যবেক্ষণ করছেন গুরুত্বপূর্ণ এ ম্যাচ।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সৌদি আরব। প্রথম পাঁচ মিনিটেই পোল্যান্ডের রক্ষণভাগে একের পর এক চালায় আক্রমণ। এরমধ্যেই ৬ মিনিটের সময় পোস্টের একদম কাছে দুর্দান্ত এক সেভ দিয়ে অ্যারাবিয়ানদের বাঁচিয়ে দেন গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। ৭ মিনিটে প্রথম কর্নার পায় সৌদি আরব; যদিও সেটি কোনো কাজে আসেনি। ম্যাচের ১২ মিনিটে মোহাম্মদ কানু দারুণ এক সুযোগ তৈরি করলেও সিজনির দক্ষতায় সে যাত্রা বেঁচে যায় পোলিশরা। এ চেষ্টা থেকে পাওয়া কর্নারও বিশেষ কাজে লাগাতে পারেননি রেনার্ড শিষ্যরা।

সৌদি আক্রমণ থেকে রক্ষা পেতে মরিয়া পোলিশ খেলোয়াড়রা এ সময় মাত্র ৫ মিনিটের ব্যবধানে দেখেন ৪টি হলুদ কার্ড। ম্যাচের পনের মিনিটে প্রথম হলুদ কার্ডটি দেখেন পোল্যান্ডের সেন্টার ব্যাক কিউইওর। তার কয়েক সেকেন্ড পরেই আরও একটি হলুদ কার্ড দেখেন পোলিশ রাইট ব্যাক ক্যাশ। আর, ১৮ মিনিটে মোহাম্মদ আল বুরাইককে বাজেভাবে ট্যাকল করায় হলুদ কার্ড দেখেন পোলিশ ফরোয়ার্ড মিলিক। আর, ২১ মিনিটের সময় মোহাম্মদ আল বুরাইককে আবারও বাজেভাবে ট্যাকল করায় হলুদ কার্ড দেখেন

এ সময় পর্যন্ত বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সৌদিরা। এ সময় ৬২ শতাংশ বল নিজেদের দখলে রেখে দুটি শট পোল্যান্ডের গোল অভিমুখে নিয়েছে তারা; যার একটি ছিল অন টার্গেট। আর পোলিশদের পায়ে ছিল মাত্র ৩৮ শতাংশ বল।

ম্যাচের ২৮ মিনিট থেকে মাঠে নিজেদের উপস্থিতির জানান দেয় পোল্যান্ড। ম্যাচের ৩৯ মিনিটে পিওতর জিলিনস্কি প্রথম গোল দেন দেন পোলিশদের। এরপরের মিনিটেই লেভানদোভস্কির নেতৃত্বে আরেকটি প্রমিসিং আক্রমণ চালায় পোল্যান্ড।

৪২ মিনিটে আল শেহরিকে ডি বক্সের ভেতরে ফেলে দেন বেইলিক। এতে পেনাল্টি পায়ত সৌদি আরব। কিন্তু আত্মবিশ্বাসের অভাবে নিশ্চিত গোল বঞ্চিত হন সৌদি নাম্বার টেন আল দাউসারি। সিজনি দাউসারির শট ফেরালে আবারও গোল অভিমুখে নেয়া সালেহ আল শেহরির রিবাউন্ড শটও ফিরিয়ে দেন সিজনি। ফলে সমতায় ফেরার চেষ্টা ব্যর্থ হয় অ্যারাবিয়ানদের।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লেভানদোভস্কিকে ফাউল করায় হলুদ কার্ড দেখেন আবদাল্লাহ আল আমরি।

এরপর, আবারও আক্রমণ সাজায় সৌদিরা। কিন্তু, নিজেদের ভুল পাস আর পোলিশ ডিফেন্ডারদের স্বকীয়তায় গোল অভিমুখে কোনো শট আর নেয়া হয়নি তাদের। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে পোল্যান্ড।

/এসএইচ

Exit mobile version