Site icon Jamuna Television

ঢাকায় চট্টগ্রাম সমিতির মেজবান আয়োজন; হাসি-গল্প-আড্ডায় মেতে ওঠেন সদস্যরা

আনন্দমুখর আয়োজনে হয়ে রাজধানীতে হলো চট্টগ্রাম সমিতি-ঢাকার মেজবান ও মিলনমেলা। শনিবার (২৬ নভেম্বর) ঢাকার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই আয়োজনে হাসি-গল্প-আড্ডায় মেতে ওঠেন সমিতির সদস্য এবং তাদের পরিবার।

চাঁটগাইয়া ভাষায় কুশল বিনিময়ে এদিন পুরো মাঠ পরিণত হয় এক টুকরো চট্টগ্রামে। বছরের অন্তত একদিন এমন আয়োজনে উপস্থিত হয়ে উচ্ছ্বসিত চট্টগ্রামের মানুষ। দিনভর মেজবানি খাওয়া-দাওয়ার পাশাপাশি ছিল সংস্কৃতিক পরিবেশনা ও ঐতিহ্যবাহী বলি খেলা।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ জন বিশিষ্ট ব্যক্তিকে পদক প্রদান দেয়া হয়। সমিতিতে অনন্য অবদানের জন্য আবু আলম চৌধুরী, কৃষি সাংবাদিকতায় শাইখ সিরাজকে সম্মাননা জানানো হয়। শিক্ষা-সংস্কৃতি ও সমাজকল্যাণে মরণোত্তর পুরস্কার পান এবিএম মহিউদ্দীন চৌধুরী। শিল্প-বাণিজ্যে আখতারুজ্জামান চৌধুরী বাবু ও সাহিত্যে আহমদ মমতাজকে মরণোত্তর পুরস্কার দেয়া হয়।

/এমএন

Exit mobile version