Site icon Jamuna Television

পোল্যান্ড ম্যাচে আহত ইয়াসিরকে যেভাবে স্মরণ করলো সতীর্থরা

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার সাথে খেলার সময় মুখে আঘাত পেয়ে গুরুতর আহত হন সৌদি ফুটবলার ইয়াসির আল শাহরানি। ম্যাচ শেষে স্ক্যান করে দেখা যায় তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। এই মুহূর্তে হাসপাতালের বিছানায় আছেন এই খেলোয়াড়।

কিন্তু সতীর্থরা তাকে ভোলেননি। পোল্যান্ড ম্যাচের আগে ফটোশ্যুটে তাকে স্মরণ করলেন দলের অন্যান্য খেলোয়াড়রা। ইয়াসিরের জার্সি হাতে নিয়েই ফটোশ্যুটে যোগ দেন দলের খেলোয়াড়রা।

আর্জেন্টিনা ম্যাচে আহত ইয়াসির আল শাহরানি।

এমনটি দেখা গিয়েছিল ২০১৪ সালের বিশ্বকাপে। জার্মানির বিপক্ষে সেমিফাইনালে ইনজুরিতে পরে একাদশের বাইরে ছিলেন নেইমার। সেবারও নেইমারের জার্সি নিয়ে তার সতীর্থরা তাকে স্মরণ করেছিল।

নিজদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চমক দেখায় সৌদি আরব। আজ পোল্যান্ডের সাথে জিততে পারলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে মরুর দেশটির।

/এনএএস

Exit mobile version