Site icon Jamuna Television

আওয়ামী লীগ ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দেবে: আমু

আমির হোসেন আমু। ফাইল ছবি।

ঝালকাঠি প্রতিনিধি:

আওয়ামী লীগ ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দেবে বলে জানিয়েছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না, অস্ত্র দিয়ে মানুষ হত্যা করে জবাব দেয় না; ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দেবে।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার চামটা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ধর্মের নাম ভাঙিয়ে জঙ্গিবাদ সৃষ্টির মাধ্যমে যারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে এই দেশের মানুষ দাঁতভাঙা জবাব দেবে।

আওয়ামী লীগ ব্যালটযুদ্ধে বিশ্বাস করে জানিয়ে তিনি বলেন, আমরা ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দেবো, জঙ্গিবাদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না। এসময় তিনি আসন্ন সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান।

সমাবেশের আগে তিনি সেখানে একটি সড়ক ও একটি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন।

এএআর/

Exit mobile version