Site icon Jamuna Television

মেসির বিপক্ষে খেলার মতো সুন্দর আর কিছু হতে পারে না: ওচোয়া

ছবি: সংগৃহীত

মেসির বিপক্ষে খেলার মতো সুন্দর আর কিছু হতে পারে না বলে মন্তব্য করেছেন মেক্সিকোর গোলরক্ষক ওচোয়া।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন।

তিনি বলেন, অনেকেই বলেন আমি নাকি কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে চাই না। তাদেরকে বলছি, আমি আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি। এটা একটা অন্যরকম চ্যালেঞ্জ। তবে আমি তাদের বিপক্ষে ভালো খেলার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, বিশ্বকাপে মেসির বিপক্ষে খেলাটা কঠিন। সে বিশ্বের সেরা খেলোয়াড়দের অন্যতম। মেসি শেষ মিনিটেও ম্যাচের ফলাফল পরিবর্তন করে দিতে পারে।

শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় সেই লুসাইল স্টেডিয়ামে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নদেন মুখোমুখি হবে মেক্সিকো।

/এনএএস

Exit mobile version