Site icon Jamuna Television

উত্তর প্রদেশে পুলিশ হেফাজতে থাকা ৫০০ কেজি গাঁজা ইঁদুরের পেটে!

ছবি: সংগৃহীত

নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকা শতশত কেজি গাঁজা খেয়ে ফেলেছে ইঁদুর- এমন অভিযোগ করেছে ভারতের উত্তর প্রদেশ পুলিশ। খবর বিবিসির।

ভারতের স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, উত্তর প্রদেশ পুলিশের দাবি- বিভিন্ন থানায় জব্দ করে রাখা ৭শ কেজি গাঁজার মধ্যে ৫শ কেজিই কেটে নষ্ট করেছে ইঁদুর।

সম্প্রতি রাজ্যের মথুরা জেলার একটি আদালত মাদক মামলার প্রমাণ হিসেবে জব্দ করা গাঁজা হাজির করার নির্দেশ দেয়। এ সময় পুলিশ জানায়, হেফাজতে থাকা সব গাঁজা ইঁদুর খেয়ে ফেলায় তা হাজির করা সম্ভব হচ্ছে না।

আদালতের নথিতে উল্লেখ করা হয়, রাজ্যের প্রায় সব থানায় ইঁদুরের উপদ্রব রয়েছে। ইঁদুর জব্দকৃত এসব মাদক কেটে নষ্ট করে ফেলে। এ নিয়ে এখন ভারতজুড়ে চলছে বিতর্ক।

/এসএইচ

Exit mobile version