Site icon Jamuna Television

মেসির রেকর্ডের দিনে দর্শকরাও কম গেলেন না

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা বনাম মেক্সিকোর ম্যাচে লুসাইল স্টেডিয়ামে মোট দর্শকসংখ্যা রেকর্ড করা হয়েছে ৮৮ হাজার ৯৬৬ জন। চলতি বিশ্বকাপের কোনো ম্যাচের জন্য তো বটেই, গত ২৮ বছরের মধ্যেই বিশ্বকাপের কোনো ম্যাচে এত বেশি দর্শক সংখ্যা একটি রেকর্ড। খবর এমএসসি ফুটবল ডটকমের।

এর আগে, যুক্তরাষ্ট্রের রোজ বোউলে অনুষ্ঠিত ১৯৯৪ সালের বিশ্বকাপ ফাইনালে দর্শকসংখ্যা ছিল ৯৪ হাজার ১৯৪ জন। এমএসসি ফুটবল ডটকমকে এই তথ্য জানিয়েছেন সাংবাদিক জব হ্যারিস।

সৌদি আরবের সাথে পরাজয়ের পর মেক্সিকোর বিপক্ষে এই ম্যাচে আর্জেন্টিনার কেবল জয়ই দরকার ছিল। সেই জয়টাই এসেছে। লুসাইল স্টেডিয়ামে রেকর্ড ৮৮ হাজার ৯৬৬ দর্শক আর দুনিয়াজোড়া কোটি কোটি সমর্থকের প্রত্যাশার চাপে যখন এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচেও আর্জেন্টিনাকে মনে হচ্ছিল মানসিকভাবে ঝিমিয়ে পড়া একটা দল; তখন আলবিসেলেস্তেদের বিশ্বকাপে টিকিয়ে রাখতে যার পারফরমেন্সের দিকে তাকিয়ে ছিল দুনিয়াজোড়া নীল-সাদা সমর্থকরা, সেই লিওনেল মেসিই জাগিয়ে তুললেন গোটা দলকে। দুর্দান্ত এক গোলের সাথে এনজো ফার্নান্দেজকে দিয়ে এক গোল করিয়ে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপে টিকিয়ে রেখেছেন মেসি।

দেশের জার্সিতে এ নিয়ে ১৬৭ ম্যাচে ৯৩ গোল হলো এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের। ৮ গোল নিয়ে বিশ্বকাপে গোলসংখ্যায়ও কিংবদন্তি ম্যারাডোনাকে ছুঁয়ে ফেললেন মেসি। সেই সাথে, একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন এই ফুটবল মহাতারকা। তবে কেবল মেসিই নয়, রেকর্ডে তার দর্শকরাও যে কম যান না!

আরও পড়ুন: যে বিশ্বকাপ রেকর্ড কেবল মেসিরই

/এম ই

Exit mobile version