Site icon Jamuna Television

তুরস্কে নারীর ওপর সহিংসতা রোধে রাজপথে বিক্ষোভকারীরা

নারীর ওপর সহিংসতা রোধে বিক্ষোভে উত্তাল তুরস্ক। আটক হয়েছেন বহু মানুষ। বার্তা সংস্থা এপি’র দাবি, ৩ বাসভর্তি বিক্ষোভকারীকে নেয়া হয়েছে স্থানীয় পুলিশ স্টেশনে।

শনিবার (২৬ নভেম্বর) ইস্তাম্বুলের রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। এসময় সহিংসতা রোধের পাশাপাশি নারী সুরক্ষায় সই হওয়া আন্তর্জাতিক সমঝোতায় তুরস্কের ফেরার দাবি তোলেন তারা। সরকারি নির্দেশনা অমান্য করেই তাসকিম স্কয়ারের দিকে যাচ্ছিলো বিশাল দলটি। কিন্তু এলাকাটিতে ঢুকতে বাধা দেয় পুলিশ। মুহূর্তেই দু’পক্ষের সংঘাতে এলাকাটি পরিণত হয় রণক্ষেত্রে। লাঠিচার্জের পর বিক্ষোভকারীদের তোলা হয় পুলিশের গাড়িতে।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, চলতি বছর সহিংসতা এবং পারিবারিক কোন্দলে ৩৪৯ জন নারী প্রাণ হারিয়েছেন তুরস্কে। অথচ গেলো বছরই কাউন্সিল অব ইউরোপের ‘ইস্তাম্বুল কনভেনশন’ থেকে নাম প্রত্যাহার করে তুরস্ক। এরদোগান সরকারের দাবি, তুর্কি রক্ষণশীল মতাদর্শের সাথে মানানসই নয় পশ্চিমা সমঝোতা চুক্তিটি।

এটিএম/

Exit mobile version