Site icon Jamuna Television

তাইওয়ানের রাজনীতিতে পালাবদল, স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীনদের শোচনীয় পরাজয়

তাইওয়ানের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন ‘ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি ডিপিপি’র শোচনীয় পরাজয়ে দলীয় নেতৃত্ব ছাড়লেন প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় করেন পদত্যাগ। খবর এপি’র।

সংক্ষিপ্ত ভাষণে সমর্থকদের প্রতি জানান কৃতজ্ঞতা। একইসাথে দলীয় পরাজয়ের সব দায়ভার নিজ কাঁধে নেন সাই। তবে কেনো ফলাফলে এই বিপর্যয় সেটি গভীরভাবে খতিয়ে দেখার আহ্বান জানান দলীয় নীতি-নির্ধারকদের। চীনের সৃষ্ট সামরিক উত্তেজনাও নজরে রাখার আহ্বান জানান তিনি।

শুক্রবার মেয়র-কাউন্টি চিফ-স্থানীয় কাউন্সিলর নির্বাচন হয় তাইওয়ানে। যাতে কোভিড মহামারি মোকাবেলা এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে গুরুত্বের সাথে বিবেচনা করেন ভোটাররা। ২১টি শহরের মধ্যে ১৩টিতেই বিপুল জয় পেয়েছে প্রধান বিরোধী দল কেএমটি। অন্যদিকে পাঁচটি শহরে সাফল্য ধরে রাখতে পেরেছে ক্ষমতাসীন ডিপিপি। বাকিগুলো গেছে ছোট রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের দখলে। চীনের দাবি, তাদেরই মানচিত্রের অংশ তাইওয়ান ভূখণ্ড।

এটিএম/

Exit mobile version