Site icon Jamuna Television

টঙ্গীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরের টঙ্গীতে বাসা থেকে ডেকে নিয়ে মো. আশিক (২২) নামের এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পরিবারের।

শনিবার (২৬ নভেম্বর) রাত ১২টার দিকে টঙ্গীর এরশাদনগরের ৩নং ব্লক থেকে আশিককে ডেকে নিয়ে চাংকিরটেক এলাকায় নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে কিছু যুবক। পরে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

আশিকের পরিবারের অভিযোগ, শনিবার রাত ১১টার দিকে ঘর থেকে কয়েকজন বন্ধুরা ঢেকে নিয়ে যায়। রাত ১২টার দিকে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত হলে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর সরকারি হাসপাতালে প্রেরণ করে।

এটিএম/

Exit mobile version