Site icon Jamuna Television

নয়াপল্টনে সমাবেশ করে গণ্ডগোল করতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

নয়াপল্টনে সমাবেশ করে গণ্ডগোল করতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (২৭ নভেম্বর) দুপুরে সিরডাপে তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তথ্যমন্ত্রী।

এ সময় তিনি বলেন, রাস্তায় সমাবেশ করলে জনদুর্ভোগ সৃষ্টি হবে। তাই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে সরকার। কিন্তু ফখরুল সাহেবরা রাস্তাতেই সমাবেশ করার জেদ ধরেছে।

ঢাকা শহরে সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাসীরা বের হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তারা আগুন সন্ত্রাস করতে চায়। সমাবেশে বিশৃঙ্খলা হলে সরকার তা কঠোর হস্তে দমন করবে বলেও জানান হাছান মাহমুদ।

এসজেড/

Exit mobile version