Site icon Jamuna Television

বিএনপি সমাবেশে আগুন ও লাঠি নিয়ে খেলতে আসলেই সমুচিত জবাব: ওবায়দুল কাদের

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে কোনো বাধা দেবে না সরকার। তবে আগুন ও লাঠি নিয়ে খেলতে আসলে জনগণকে সাথে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৭ নভেম্বর) পিরোজপুরে জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচন বিশ্বের অন্যান্য দেশের মতোই হবে। এ নিয়ে আর কোনো কথা হবে না।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এতে অতিথি হিসেবে উপস্থিতি আছেন আমির হোসেন আমু, আবুল হাসনাত আব্দুল্লাহ, বাহাউদ্দিন নাসিমসহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা।

এদিকে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে জড়ো হন তৃণমূলের নেতাকর্মীরা। স্লোগানে মুখরিত হয় সম্মেলনস্থল। এ উপলক্ষে শহরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। ত্যাগী ও যোগ্য নেতৃত্বের প্রত্যাশা করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

এসজেড/

Exit mobile version