Site icon Jamuna Television

নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নোয়াখালী প্রতিনিধি:

দীর্ঘ ১৭ বছর পর নোয়াখালীর বেগমগঞ্জের আলোচিত বিবি ফাতেমা আক্তার পলি হত্যা মামলায় নিহতের স্বামী মঈনুদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ আদেশ দেন। এ সময় মামলার অপর ৫ আসামিকে অব্যাহতি প্রদান করা হয়।

২০০৫ সালে ৩১ আগস্ট নিখোঁজের দুই দিন পর বিবি ফাতেমা আক্তার পলির লাশ বেগমগঞ্জের অনন্তঃপুরের একটি খালের মধ্য থেকে উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বাবা ইব্রাহীম মিয়া ফাতেমা আক্তারের স্বামী মঈনুদ্দিনকে প্রধান আসামি করে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ইউএইচ/

Exit mobile version