Site icon Jamuna Television

স্পেন-জার্মানি মহারণ; কে এগিয়ে?

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের হাইভোল্টেজ এক ম্যাচ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ সময় রাত ১টায়। জার্মানি বনাম স্পেন। সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াইটি দোহার আর বাইত স্টেডিয়ামে হবে।

বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে স্পেন। নিজেদের প্রথম ম্যাচে তারা কোস্টারিকাকে হারিয়েছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে। অন্যদিকে জাপানের কাছে ২-১ গোলের হারে শুরুতেই ধাক্কা খেয়েছে জার্মানি।

মুখোমুখি সর্বশেষ লড়াইয়ে স্পেনের সামনে দাঁড়াতে পারেনি জার্মানি। উয়েফা নেশনস লিগে হেরেছিল ৬-০ গোলে।

তবে পরিসংখ্যান বলছে, মুখোমুখি লড়াইয়ে সব মিলিয়ে এখনো স্পেনের থেকে এগিয়ে রয়েছে জার্মানরা। দুই দল একে অপরের বিপক্ষে খেলেছে ২৫ ম্যাচ। জার্মানি জিতেছে ৯ বার, স্পেনের জয় ৮টি। বাকি ৮ ম্যাচ হয়েছে ড্র।

আজ সেয়ানে সেয়ানে লড়াই প্রত্যাশা করতে পারেন ফুটবলপ্রেমীরা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জার্মানরা বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে শেষ কামড় দিবে নাকি স্পেনের কাছে নতি স্বীকার করে ২০১৮ সালের পুনরাবৃত্তি করবে সেটাই দেখার বিষয়।

/এনএএস

Exit mobile version